পাটকেলঘাটা কপোতাক্ষ নদের দু’ধারে ফলজ বৃক্ষ চারা রোপণের উদ্বোধন
পাটকেলঘাটা নীলিমা ইকো পার্ক সংলগ্ন কপোতাক্ষ নদের দু’ধারে সবুজ বনায়ন কর্মসূচী আওতায় ফলজ বৃক্ষ চারা রোপণে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় উদ্বোধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হানান,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন প্রমুখ।বৃক্ষ রোপণ শেষে নীলিমা ইকো পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহফুজুর রহমান মধু ও মাষ্টার ওলিউর রহমান, এসমায় এলাকার সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: