এবার কৃষকদের সাথে নিজের হাতে ধানের চারা রোপণ করলেন এমপি জগলুল
এখন বাংলায় বছরের শ্রাবণ মাস, বর্ষাকাল। বৈরি প্রকৃতিসহ নানা বাধা বিপত্তিকে মোকাবেলা করে চারিদিকে চলছে ধান চাষের মহাউৎসব।
কৃষিনির্ভর আমাদের বাংলাদেশে কৃষক ভাইয়েরা রোদ বৃষ্টিতে অক্লান্ত পরিশ্রম করে মাঠে তাদের সোনার ফসল ফলায়।
সেই আউশ-আমন ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাবেলা লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে, কাদাপানিতে নেমে অন্যান্য কৃষকদের সাথে নিজের জমিতে নিজ হাতে ধানের চারা রোপণ করেন সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার।
Please follow and like us: