সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শোক দিবস পালন
সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় স্কুলের হল রুমে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা আমিনা হক। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ন কবির, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী, সহকারী শিক্ষক অরুণ কুমার ঘোষ, রবিউল ইসলাম, আ: রাজ্জাক, আ: রহিমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় শিক্ষক মীর রফিউল ইসলাম। পরে উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
Please follow and like us: