কলারোয়ায় সাংবাদিক মাসুদ পলাশের সুস্থতা কামনা
কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ (৫২) আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি মঙ্গলবার থেকে সাতক্ষীরায় ডা: আসাদুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি তাঁর সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন। এদিকে হাসান মাসুদ পলাশের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবার আলী এবং নির্বাহী সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাস্টার নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম লিটন, মাস্টার সাইফুল ইসলাম, মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটো প্রমুখ।