শ্যামনগরের কাশিমাড়ীতে জাতীয় শোক দিবস পালন
শ্যামনগরের কাশিমাড়ীতে আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় কাশিমাড়ী নতুন বাজারে ০৭ ও ০৮ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ ও বর্ষিয়ান আ.লীগ নেতা এস.এম শাহবাজ আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ জিএম ওসমান গনি, নওয়াবেকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, শ্যামনগর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি কৃষ্ণপদ মণ্ডল, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম কারিকর, ০৮ নং ওয়ার্ডের সভাপতি আশরাফ হোসেন মিন্টু, ০৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক তরফদার, ০৫ নং ওয়ার্ডের সভাপতি সানাউল্লাহ সরদার, ০৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াহিয়ার রহমান খোকন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গাজী আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য তৈয়েবুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস.এম শাহাবুদ্দিন ও ওয়ার্ড আ.লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন।