কলারোয়ায় ১০১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মনির গ্রেফতার
Post Views:
৪৫২
১০১ বোতল ফেনসিডিলসহ প্রফেশনাল মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে মনির(২৮)কে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
মঙ্গলবার(১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া থানার এসআই শরিফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সিংগা গ্রামস্থ সিংগা তিন রাস্তার মোড়ের পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করে।
মনিরুল ইসলাম কলারোয়ার বহুড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল হোসেন মোড়লের ছেলে।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শরিফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সিংগা গ্রামস্থ সিংগা তিন রাস্তার মোড়ে ওৎ পেতে থাকে। এসময় প্লাস্টিকের ব্যাগে করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় পুলিশ মনিরুলের ব্যাগ তল্লাসি করে ১০১ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।