কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এ জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপণক্ষে ২ দিনব্যাপি অনুষ্ঠানমালার প্রথম দিন মঙ্গলবার গ্রুপভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাবলিক ইনস্টিটিউট’র হলরুমে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছে শ্রীপতিপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা হালদার, ‘খ’ গ্রুপ থেকে প্রিয়ন্তি রানী পাল, ‘গ’ গ্রুপ থেকে কলারোয়া পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী মেখ শ্রেয়া রেজা, ‘ঘ’ গ্রুপে ফারজানা তৌফিকা। রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ থেকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাইসা মাহজাবীন, ‘খ’ গ্রুপ থেকে ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের নীলিমা পারভীন, ‘গ’ গ্রুপ খেকে কলারোয়া পাইলট হাইস্কুলের শেখ শ্রেয়া রেজা, ‘ঘ’ গ্রুপ থেকে বঙ্গবন্ধু মহিলা কলেজের শাহিনা খাতুন আশা, ২য় শেখ আমানুল্লঅহ কলেজের জুলেখা ইয়াসমিন জুলি, ৩য় বেগম খালেদা জিয়া কলেজের ফারহানা নাজনীন জুঁই। কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা জানান, আজ ১৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০ টায় আবৃত্তি প্রতিযোগিতা, পাবলিক ইনস্টিটিউট ও বিকেল ৪ টায় একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।