ফিংড়ীর জিফুলবাড়ী এতিমখানার ভবন সংস্কারে ঠিকাদারের ব্যাপক কারচুপি!
সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জিফুলবাড়ী দরগাহ শরীফ এতিমখানার ভবন নির্মাণে অনিয়ম হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা এতিমখানার একতলার দেওয়াল ও মেঝে প্লাস্টারের জন্য দেওয়া হয়। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে কাজ শেষ হওয়ার ১ সপ্তাহ পর ফাটল, কালো দাগ ও প্লাস্টারে ছিদ্র হয়ে যায়।
মঙ্গলবার (১৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠিকাদার ২ জন মিস্ত্রি ও ২ জন মিস্ত্রির হেলপার দ্বারা দায় সাড়ানোর মতো দেওয়ালে পুটিং করছে। এসময় স্থানীয় লোকজন বাধা দিলে ঠিকাদার ফোনে হুমকি দিয়ে বলে ‘তোদের চাঁদাবাজি মামলায় দেওয়া হবে। আমি সাতক্ষীরার কাউকে ভয় করিনা এমনকি পুলিশ প্রশাসনও আমাকে ভয় পায়।’
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার লাকী বলেন, ‘জেলা পরিষদের বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা মেঝে ও দেওয়াল প্লাস্টার করার কাজটি আমি নিয়েছি। আমার অনুপস্থিতিতে মিস্ত্রিরা কাজ করছে। সেজন্য একটু সমস্যা হয়েছে।’
স্থানীয় লোকজনদের হুমকির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘সকালে আমার চার জন লোক কাজ করতে গিয়েছিল। কিন্তু স্থানীয় লোকজন বাধা দেওয়ায় মিস্ত্রিরা কাজ না করে চলে আসে। আমি কাউকে হুমকি ধামকি দেয়নি।’
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এ ব্যাপারে বলেন, জেলা পরিষদের বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা একতলার মেঝে ও দেওয়াল প্লাস্টার করার জন্য দেওয়া হয়েছে। আমি অনিয়মের বিষয়টি শুনে তাৎক্ষনিক জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে অবহিত করেছি। ভবনে কোন অনিয়মের চিহ্ন পাইলে ব্যবস্থা নেওয়া হবে।