কালিগঞ্জে চার দলীয় নকআউট ফুটবল খেলায় উত্তরশ্রীপুর জয়ী
কালিগঞ্জ উপজেলা কুশলিয়া কসমস ক্লাবের আয়োজনে চার দলীয় ডাবল ফ্রিজ নকআউট ফুটবল খেলার সেমিফাইনাল খেলা মঙ্গলবার বিকাল ৪টায় কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ৪-২ গোলে চালিতা বাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়ী হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু। বিশেষ অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল ওরা সজল, ইউপি সদস্য কাজী গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম প্রমুখ। সেমি ফাইলামের খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনূর রহমান ও তাপস। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২১ আগষ্ট জায়াদা নগর ফুটবল একাদশ ও উত্তর শ্রীপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।