গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
বর্ষীয়ান সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এছাড়াও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএফইউজের সভাপতি ও মহাসচিব, ডিইউজের সভাপতি ও মহাপরিচালক, ডেইলি বাংলাদেশের সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির শোক:
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান এবং সাংবাদিকতার ক্ষেত্রে তার অতুলনীয় অবদানের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর শোক:
সমকাল সম্পাদক গোলাম সরওয়ারের মৃত্যু সাংবাদিকতার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন গোলাম সারওয়ার। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তিনি সবসময় সোচ্চার ছিলেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি (গোলাম সারওয়ার) সাংবাদিকদের অধিকার ও দাবি আদায়ের সব আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্পিকারের শোক:
গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এক শোকবাণীতে স্পিকার বলেন, গোলাম সারওয়ারের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারাল। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হল। মুক্তিযুদ্ধে ও সংবাদ মাধ্যমে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডেপুটি স্পিকারের শোক:
গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আসম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বিএনপির শোক:
গোলাম সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপি মহাসচিব বলেন, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক ও দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে নিজ কর্মের প্রতি তিনি ছিলেন সদা অবিচল।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইনমন্ত্রীর শোক:
গোলাম সারওয়ারের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্বাস্থ্যমন্ত্রীর শোক:
বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, গোলাম সারওয়ার ছিলেন এক দিকপাল। তার মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম একজন অভিভাবককে হারালো। মুক্ত ও সাহসী এই ব্যক্তিত্বের প্রস্থানের মধ্য দিয়ে দেশ মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের পক্ষে এক সোচ্চার কণ্ঠস্বরকে হারালো। এই অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হবার নয়। মোহাম্মদ নাসিম সমকাল সম্পাদকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সমাজকল্যাণমন্ত্রীর শোক:
গোলাম সারওয়াররের মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি বলেন, দেশে এই মুহূর্তে তার মতো একজন কলম সৈনিকের বড় বেশি প্রয়োজন ছিল। তাকে হারিয়ে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি কেবল একজন কলম সৈনিকই ছিলেন না, বরং নিজেকে তরুণ সাংবাদিকদের কাছে একজন অনুকরণীয় দিকপাল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন।
দুর্নীতি দমন কমিশনের শোক:
প্রথিতযশা সাংবাদিক গোলাম সারওয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
এক শোকবার্তায় তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সকল কার্যক্রমে গোলাম সারওয়ারের সরব উপস্থিতি ছিল আমাদের জন্য প্রেরণাদায়ক। তার অকাল মৃত্যুতে সমাজের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার বুদ্ধিবৃত্তিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। গোলাম সারওয়ারকে পারিবারিক শুভাকাঙ্ক্ষী উল্লেখ করে দুদক চেয়ারম্যান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
র্যাবের শোক:
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এর পাঠানো শোক বার্তায় বলা হয়েছে, প্রবীণ সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর পরলোক গমন জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সংবাদ অঙ্গনে আমরা এক উজ্জ্বল বাতিঘরকে হারালাম। আমরা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।
র্যাবের মহাপরিচালকের শোক:
প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
প্রেস ক্লাবের শোক:
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য গোলাম সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। শোক বিবৃতিতে তারা বলেন, তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারালো। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএফইউজে-ডিইউজে’র শোক:
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে (বিএফইউজে) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক শোক বার্তায় বলেন, গোলাম সারওয়ার-এর মৃত্যু গণমাধ্যম জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করল। একুশে পদক প্রাপ্ত এই সাংবাদিক সারা জীবন প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তার সে লড়াই আমাদেরকে আজীবন প্রেরণা দেবে।
গতকাল সোমবার রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সারওয়ারের মৃত্যু হয়।