বেতন না পাওয়ায় সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
বেতন-ভাতা না পাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে দ্বিতীয় ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। এদিকে তাদের কর্মবিরতিতে দূর্ভোগে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রুগীরা।
ইন্টার্ন চিকিৎসক নজরুল ইসলাম জানান, ইন্টার্ন চলাকালে তারা সরকারিভাবে ১৫ হাজার টাকা ভাতা পান। কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় তারা দীর্ঘদিন বেতন না পেয়ে নিদারুণ অর্থকষ্টে রয়েছেন। বেতন-ভাতা না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফরহাদ জামিল জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে স্বাস্থ্যসেবায় সংকট আরো ঘনীভূত হয়েছে। তিনি সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বেতন না দেওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে ২০১৮ সালে পাশ করা ৪২ জন ইন্টার্ন চিকিৎসক গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।