শ্যামনগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক ব্যবসায়ী রেজাউলের দুই সহযোগী আটক
শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীসহ সম্প্রতিকালে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আন্ত:দেশীয় মটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা মাদক ব্যবসায়ী রেজাউলের ঘনিষ্ঠ দুই সহযোগীকে আটক করেছে। বুধবার তাদের আটক করেন পুলিশের উপ-পরিদর্শক আকরাম হোসেনসহ পুলিশ।
থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে উপজেলা সদরে যাদবপুর গঙ্গার মোড় ব্রীজের পাশ থেকে শৈলখালী গ্রামের রশিদ গাজীর ছেলে শাহিন গাজী ও একই এলাকার সিদ্দিক গাজীর ছেলে ওহাব গাজীকে আটক করেন। এ সময়ে তল্লাশী করে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করেন। অপর দিকে রেজাউলের সেকেন্ড ইন কমান্ড মটরসাইকেল চোর চক্রের হোতা মরা গরুর মাংস বিক্রয়সহ সুন্দরবনে হরিণ শিকার ও মানুষের ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় চক্রের অন্যতম নেতা বাদঘাটা গ্রামে আব্দুল আজিজ মোড়লের ছেলে হাসান মোড়লকে গোপালপুর থেকে আটক করেন। এ সময়ে তার সহযোগী কুলতলী গ্রামে শাহাদাত গাজীর ছেলে শহিদুল গাজীকেও আটক করা হয়।
শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।