বুধহাটা বাজারের রাজা স্টোরে চুরি
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের প্রধান সড়কে রাজা স্টোরে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ররিবার দুপুরে এ ঘটনা ঘটে।
রাজা স্টোরের সত্ত্বাধিকারী মোঃ রাজা সরদার জানান, প্রতিদিনের ন্যায় তিনি রবিবার দুপুরে অজু করে পার্শ্ববতী হোটেল থেকে ভাত খেয়ে দোকানে গিয়ে দেখেন তার দোকানের ক্যাশ ড্রয়ার তালা ভাঙ্গা অবস্থায় আছে। তিনি বেকারি ও ফাস্টফুড কোম্পানির মার্কেটিং অফিসারদের টাকা দেওয়ার জন্য মোট ৩৫ হাজার টাকা দোকানের ড্রয়ারে রেখে ছিলেন। দোকানের সামনে কালো পর্দা ফেলে ভাত খেতে গিয়েছিলেন। সুযোগ বুঝে কে বা কারা দোকানের ভিতরে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও চার্যে থাকা একটি টার্স মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় মাদক সেবীরা একাজ ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
Please follow and like us: