আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই নয়ন চৌধুরী ও এএসআই ফেরদৌস অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত সিআর ৩৭২/১০ এর আসামী খাজরা গ্রামের জাহাবক্স সরদারের ছেলে লিয়াকতকে গ্রেফতার করেন। তিনি দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের জরিমানা মাথায় নিয়ে পলাতক ছিলেন। এএসআই ফেরদৌস পৃথক অভিযানে জিআর ১৫৬/১৫ এর আসামী খরিয়াটি গ্রামের ইছহাক আলী গাজীর ছেলে ফয়সালকে, এএসআই মাহবুব জিআর ৪৭/০৯ এর আসামী শ্রীধরপুর গ্রামের গহর আলি সরদারের ছেলে আবুল কালাম ও এসআই নয়ন চৌধুরী নন-জিআর ৫৪/১৭ এর আসামী শ্রীধরপুর গ্রামের অমল কুমার মন্ডলের ছেলে জীবনকে গ্রেফতার করেন। এসআই শাহ আঃ আজিজ, এএসআই স্বরজিৎ, পিএসআই সবির কুমার ঘোষ অভিযান চালিয়ে পাইকগাছার ফতেহপুর গ্রামের মৃত তোজাম্মেল সরদারের ছেলে খলিলকে আটক করেন। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।