সবদিকে ছিঃ ছিঃ!
সারা আলি খান। প্রথমে বাবার পরিচয়ে সবাই তাকে চিনলেও এখন বলিউডে নিজের পরিচয় তৈরি করে নিয়েছেন এই স্টার কিড। কিন্তু সম্প্রতি তার ব্যবহার দেখে সবাই তাকে এবং সুশান্তকে ছিঃ ছিঃ করতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে ‘কেদারনাথ’ ছবির শুটিং শেষ করে দেরাদুন থেকে মুম্বাই আসার পথে। সে সময় বিমানে তাদের সিট বেল্ট বাধার অনুরোধ করেন এক বৃদ্ধ। আর এতেই মনে হয় অপরাধে জড়িয়ে পড়লেন সেই বৃদ্ধটি।
বৃদ্ধকে নিয়ে ঠাট্টা করতে শুরু করেন সুশান্ত। বৃদ্ধের প্রতি সুশান্তের এই ঠাট্টা দেখে সারা তাকে না থামিয়ে বরং তার দোসর হন। আর বিমানের সবাই সারা এই আচরণ দেখে হতবাক হয়ে যায়। সারা সুশান্তকে নিষেধ না করে বরং তার সঙ্গী হয়ে বৃদ্ধকে লাঞ্চিত করতে শুরু করেন।
সারার এমন আচরণ নতুন কিছু নয়। এর আগেও ‘কেদারনাথ’ ছবির শুটিং সেটে অনেকের সঙ্গেই এমন আচরণ করেন তিনি। বলিউডে তার এমন আচরণে হতবাক সবাই।
প্রসঙ্গত, পরিচালক অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সারার।