আজো উধাও গণপরিবহন
রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবারও রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে।
আন্দোলনের ষষ্ঠ দিনেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিবহনের লাইসেন্স যাচাই করতে দেখা গেছে কিছু শিক্ষার্থীকে।
এদিকে, সরেজমিনে দেখা যায় রাজধানীতে আজো গণপরিবহনের সঙ্কট দেখা গেছে। অনেকক্ষণ পর একটি বাস বা লেগুনা আসলেও মানুষকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি, মতিঝিল, উত্তরা, যাত্রাবাড়ী, ফার্মগেট, মহাখালী, গুলশান, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন তেমন চোখে পড়েনি।
ঢাকার কেরানীগঞ্জ, পল্টন, কাকরাইল, শাহাবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয়সরণী রোড, জাতীয় সংসদ, জিয়া পার্ক, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল মিরপুর -১ এর মতো ব্যস্ততম সড়কগুলোতে তেমন সাধারণ যান চলাচল করতে দেখা যায়নি।