সাতসকালে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
শুক্রবার সকাল পৌনে ৮টায় ধানমণ্ডির শংকর থেকে এ বিক্ষোভ শুরু হয়ে ধানমণ্ডি ২৭-এ গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
Please follow and like us: