রিয়ালের বিপক্ষে অভিষেক রোনালদোর ?
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ১০০মিলিয়নে যোগ দিয়েছেন জুভেন্টাসে। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা রিয়ালের হয়ে জিতেছেন সবকিছুই।
একই সাথে ইতালিতে আসার পর থেকেই সমর্থকদের ক্ষণ গণনা শুরু হয়েছে। জুভেন্টাসের হয়ে কখন নামছেন রোনালদো?
সিরিয়া লিগ এখনও শুরু হয়নি। তবে এরই মধ্যে মাঠে নেমেছে জুভেন্টাস। ইন্টারন্যাশনাল চ্যম্পিয়ন্স কাপে এরই মধ্যে বেনফিকা ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোনালদো ছাড়াই জয় তুলে নিয়েছে তুরিনরা। অবশ্য গতকালই জুভেন্টাসের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
জুভেন্টাসের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার পরই প্রশ্ন উঠেছে তবে কি রিয়ালের বিপক্ষেই অভিষেক হচ্ছে রোনালদোর?
কেননা, জুভেন্টাসের পরবর্তী ম্যাচ ১ আগস্ট। যেখানে তারা লড়বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে কি রোনালদো রিয়ালের বিপক্ষে নামারই ইঙ্গিত দিচ্ছেন?