কলারোয়ায় গ্রাম পুলিশদের প্যারেড অনুষ্ঠিত
কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের ১শ’ ১৫জন গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠিত হয়।মঙ্গলবার দুপুরে থানা চত্বরে আয়োজিত সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত তহবিল থেকে গ্রাম পুলিশদের মাঝে ছাতা ও নোটবুক বিতরণ করেন নবাগত অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ। একই সাথে তাদের প্রত্যেককে দপুরের খাবার বিতরণের পর যাতায়াত খরচ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
কলারোয়া থানায় এই প্রথম কোন ওসি তাঁর ব্যক্তিগত উদ্যোগে গ্রাম পুলিশদের জন্য এসবের ব্যবস্থা করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে ওসি মারুফ আহম্মদ বলেন- গ্রামা লের আইনশৃংখলা শান্তিপূর্ণ ও সন্তোষজনক রাখতে পুলিশের পাশাপাশি গ্রামপুলিশদেরও ভূমিকা রয়েছে। যেকোন অপরাধ দমনে বর্তমানে পুলিশ বদ্ধপরিকর। জনসচেতনতা ও তাদের সার্বিক সহযোগিতা-ই পারে এলাকার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে। তিনি থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, জঙ্গী দমন ও নাশকতার সাথে কোন আপোষ করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
এসময় কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শরিফুল ইসলামসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।