জাসদ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত
৩১জুলাই মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, নগরঘাটা ইউনিয়নের কর্মীসভা বিকাল সাড়ে ৪টায় কবি নজরুল বিদ্যাপীঠ চত্বরে রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ সরকারের পরিচালনায় এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, জাতীয় যুবজোট সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা সভাপতি এস এম আব্দুল আলীম, নগরঘাটা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান শুভ, সরুলিয়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক আবু মুছা, ছাত্রলীগ, জাতীয় যুবজোট, জাতীয় নারী জোট নেতৃবৃন্দ।
কর্মীসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতির অংশ হিসাবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নগরঘাটা ইউনিয়নের ৬টি ভোটকেন্দ্রের কেন্দ্র কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী সংসদ নির্বাচনে জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু কে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।