শ্যামনগরে অপদ্রব্য মিশ্রিত চিংড়ী ধ্বংস
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে অপদ্রব্য মিশ্রিত ৩০ কেজি চিংড়ী জব্দ করে বিনষ্ট করা হয়েছে। ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের মন্তেজ গাইনের ছেলে ইস্রাফিল গাইন এবং একই এলাকার মুজিবর গাইনের ছেলে শাহাজান গাইনের বাড়ীতে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান সহ পুলিশ দল অভিযান চালিয়ে ৩০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়িমাছ জব্দ করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকারের উপস্থিতিতে যাবতীয় চিংড়ী মাটিতে পুতে ফেলা হয়।
শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, শ্যামনগরে সকল প্রকার সমাজ বিরোধী কার্যক্রম দূর করতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
Please follow and like us: