‘পদত্যাগ কোনো সমাধান নয়’
সড়ক দুর্ঘটনার সঙ্গে যুক্ত চালক ও হেলপারের শাস্তি হলে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তাঁর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘পদত্যাগ কোনো সমাধান নয়। আমরা সড়ক দুর্ঘটনারোধে কাজ করছি।’
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
নৌমন্ত্রী শাজাহান খান পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি। গতকাল বাসের চাপায় দুই ছাত্রছাত্রী নিহত হওয়ার পর তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর-উত্তরা রোডের জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর থেকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিল। এ সময় ফ্লাইওভারের শেষ দিকে, রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল একদল শিক্ষার্থী। বাসটি ফ্লাইওভার থেকে নেমেই দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় চারজন।
নিহতরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।
গতকাল দুর্ঘটনার পর সচিবালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শাজাহান খান হেসে এর জবাব দেন। তাঁর হাস্যোজ্জল ছবি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সর্বত্র সমালোচনার ঝড় উঠে।
আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নৌপরিবহনমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। ইতিমধ্যেই মামলা হয়েছে। চালক ও হেলপারের যদি সাজা হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেউ এর প্রতিবাদ করবে না।’
অপর এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘আগেও আমার পদত্যাগ দাবি করা হয়েছে। আন্দোলন ও মিটিং মিছিল হয়েছে। আমি মনে করি পদত্যাগই সমাধান নয়। আমরা কী করছি তাই দেখার বিষয়। সড়ক দুর্ঘটনা রোধে আমরা কাজ করছি। এ জন্য সড়ক দুর্ঘটনা আগের তুলনায় কমে এসেছে।’