সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির পক্ষ থেকে সদর থানার ওসি কে সম্মাননা
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জেলা ভূমিহীন সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় সদর থানায় উপস্থিত হয়ে ভূমিহীন নেতৃবৃন্দ এ ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, কার্যকারী সভাপতি গোলাম রসুল, সহ-সভাপতি আবিদার রহমান, মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুর রহমান, মনিরুজ্জামান টুটুল, অর্থ সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক মোঃ বাবলু হাসান, সদর থানা সভাপতি গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মানবাধিকার কর্মী মামুনুজ্জামান, আ: রব, জামাল, মহিলা নেত্রী নাজমা খাতুন, তাছলিমা খাতুন প্রমুখ। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশের কাজ জনগণের সেবা করা। তাদের জানমালের নিরাপত্তা রক্ষা করা। সদর থানায় যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে সদর থানা পুলিশ সব সময় সজাগ। তিনি জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।