সিনিয়র আইনজীবী এম.এম ইয়ার আলীর মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত
সাতক্ষীরা জজকোর্টের সিনিয়র আইনজীবী এম.এম ইয়ার আলী আর নেই। তিনি সোমবার সকাল ৮টায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা আইনজীবী ভবনের অনুষ্ঠিত ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন-২। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা-২, সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ (সবুজ), এড.জহুরুল হক, এড. আব্দুর রাজ্জাক-৩, এড. স.ম মমতাজুন রহমান(মামুন), এড. ফেরদৌসী সুলতানা (লতা), এড. রফিকুল ইসলাম(রফিক), এড. হাবীব ফেরদৌস (শিমুল), এড. একেএম তৌহিদুর রহমান শাহিন, এড. মোঃ আলাউদ্দীন আহমেদ, এড. গোলাম মোস্তফা-১, এড. অজয় কুমার সরকার, এড. আব্দুল জলিল-১, এড.শহিদ উল্লাহ-২, এড. অরুণ কুমার ব্যানাজী, এড. সফিকুল ইসলাম(খোকন), এড. শেখ মিজানুর রহমান, এড. মুখার্জী প্রবীর কুমার, এড. জামাল উদ্দীন,, এড. আব্দুস সাত্তার-১, এড.এবিএম মিজানুর রহমান, এড. মোস্তফা জামান, এড. আশরাফুল আলম বাবু প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন এড.এটিএম বাসারাতুল্লাহ আওরঙ্গী ও মোনাজাত করেন এড. আব্দুস সবুর।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহমান।