কলারোয়ার সদালাপী শেখ সাইদ আর নেই
কলারোয়ার আলাইপুর গ্রামের সদাহাস্যোজ্জ্বল, সদালাপী শেখ শাহিদুজ্জামান সাইদ (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।
শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে বেত্রবতী হাইস্কুল লাগোয়া বাসভবনে হার্ট ও কিডনির সমস্যাসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় কলারোয়ার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের নিজ গ্রাম আলাইপুরে দ্বিতীয় জানাজা নামাজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যু সংবাদ পেয়ে শ্রদ্ধা জানাতে এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বাসভবনে ছুটে যান পৌর মেয়র আকতারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সমাজসেবক আলহাজ্ব শেখ তোফাজ্জেল হোসেন মানিক, আলহাজ্ব কাজী সাইদ, শেখ মজনু, এমএ রব শাহিন, মীর রফিক, খালিদ খান, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা লুতু, কাজল মেম্বার, মাস্টার তজিবুর রহমান, আনারুল ইসলাম, ব্যবসায়ী আমানুল্লাহ প্রমুখ।