নৌকা প্রতীকে ভোট চেয়ে ইসমাত আরা সাদেক
যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষে উপজেলা ব্যাপী বিশাল এক মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী কলেজ মাঠে উপস্থিত হন। এ সময় নেতা কর্মীরা জয় বাংলা শ্লোগানসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কলেজ মাঠ থেকে প্রায় ৩ হাজার মোটর সাইকেলে ৬ হাজার নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রার আগে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মুখপাত্র সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা হাসান সাদেক, আজফার নোমান সাদেক, কামরান সাদেক, শাহাদাৎ আজম সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান, যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আঃ আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নীরব প্রমুখ।