বালিয়াদহে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বালিয়াদহ একতা সংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আশাশুনি থানার ধুলিহর ষষ্টগ্রাম ফুটবল একাদশ তালার হাজরাকাটি ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে।
শনিবার বিকাল ৪টায় তালার বালিয়াদহ ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লোকনাথ নার্সিং হোম পাটকেলঘাটার প্রতিষ্ঠাতা পরিচালক পুলক পাল, বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মনোয়ার হোসেন, খলিশখালী বনিক সমিতির সভাপতি সুজিত কুমার সিংহ, একতা সংঘের সভাপতি রেজাওয়ান হোসেন। খেলায় ধুলিহর ফুটবল একাদশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরো ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে ২-০ গোলে মাঠ ছাড়ে। ফলাফল ধুলিহর-২, হাজরাকাটি-০।
Please follow and like us: