খলিশখালী গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি গঠন
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানা ৯ নং খলিশখালী ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে।
সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে খলিশখালী উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয় হল রুমে ডাঃ অনীল কৃষ্ণের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আঃ গফ্ফার, বিশেষ অতিথি দপ্তর সম্পাদক ডাঃ অপূর্ব মজুমদার, নির্বাহী সদস্য ডাঃ অনির্বাণ সরকার, পাটকেলঘাটা থানা শাখা আহবায়ক, ডাঃ এস এম হাদিউজ্জামান, সদস্য সচিব ডাঃ শংকর কুমার দাশ, সদস্য ডাঃ আলাউদ্দীন। এসময় সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন, ডাঃ কমল কুমার দাস, সহ সভাপতি ডাঃ অনীল কৃষ্ণ, সহ-সভাপতি ডাঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক, ডাঃ গিয়াসউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহব্বত মোড়ল, সাংগঠনিক সম্পাদক, ডাঃ লোকমান হোসেন সরদার, দপ্তর সম্পাদক, ডাঃ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক, ডাঃ লিয়াকত আলী সরদার, কোষাধ্যক্ষ ডাঃ সনৎ দাস, নির্বাহী সদস্য, ডাঃ সুকুমার সেন, ডাঃ হরিস চন্দ্র সরকার, ডাঃ কবিরুল ইসলাম, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ সাগর রায়, ডাঃ নারায়ণ সরকার।