আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৮ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সপ্তাহের সমাপ্তি ঘোষণা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, মহিলা নেত্রী কল্যাণী রানী সরকারসহ মৎস্য চাষিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার মধ্যে সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us: