সাতক্ষীরা পাটকেলঘাটায় ইয়াবাসহ সুকান্ত মল্লিক আটক
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা শাখার ওয়ার্কস পার্টির নেতা আদিত্ত মল্লিকের ছেলে সুকান্ত মল্লিককে ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মাদক মামলা হয়েছে।
সুকান্ত মল্লিক পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের আদিত্ত মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের সামনে একটি মোটর সাইকেল গ্যারেজ করে তার আড়ালে মাদক ব্যবসা করতো সুকান্ত মল্লিক।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ডিবি পুলিশ সুকান্ত মল্লিককে আটকের পর পাটকেলঘাটা থানায় একটি মামলা দিয়েছে।
Please follow and like us: