৮ আগস্ট থেকে রেলের আগাম টিকিট
ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে রেলের অগ্রীম টিকিট বিক্রি। ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট দেওয়া হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের টিকিট। এছাড়া, ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে ঈদ উপলক্ষ্যে।
বৃহস্পতিবার দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এসব তথ্য জানিয়েছেন।
একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ফিরতি টিকিট ১৫ আগস্টে পাওয়ায়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।
Please follow and like us: