সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর মরহুম রহিমা রওশনের রুহের মাগফিতার কামনায় দোয়া মাহফিল
সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর মরহুম রহিমা রওশনের রুহের মাগফিতার কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা পৌরসভায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন রাখেন পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি। আলোচনা করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ আব্দুস সেলিম, পৌর সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, ফারহা দিবা খান সাথী, অনিমা রানী।
উল্লেখ্য, ১৯৯৯-২০১০ সাল পর্যন্ত তিনি পৌরসভায় সফলভাবে সংরক্ষিত (১, ২ ও ৩) নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি গত ২৪ জুলাই মঙ্গলবার আনুমানিক রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ বাদ আছর মরহুমার নিজস্ব বাস ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে সকলকে পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ শেখ কামরুল ইসলাম।