সাতক্ষীরায় চার জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও গাজা গাছ বিনষ্ট
আজ বুধবার সকালে পুলিশের মাদক বিরোধী অভিযান চলা কালে রাজার বাগন পাকা রাস্তার মোড় হতে মাদক ব্যবসায়ী সুভাস দাশ (২৩) গত কাল রাতে সাতক্ষীরা কামাল নগর মধ্যপাড়া হতে মাদক ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান(৩৮) ও মোঃ মহিদুল ইসলাম(২৭) কে গ্রেফতার করা হয় । এবং গত কাল দুপুরে সাতক্ষীরা সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান(২৫) কে গ্রেফতার করা হয় ।
এ সময় তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা টেবলেট ও দুই পুরিয়া গাজা পাওয়া যায় । এবং নুরুজ্জামানের বাড়ির বারান্দা থেকে চারাটি গাজা গাছ নিধন করা হয়।
গ্রেফতারকৃত আসামী সাতক্ষীরা সদর থানার ঝুটিতলা গ্রামের শ্রী মাদার দাশের ছেলে সুভাস দাশ , কামাল নগর উত্তর পাড়ার মৃত ছহিল উদ্দিনের ছেলে মোঃ নুরুজ্জামান , রসুল পুর আকবর গাজীর ছেলে মোঃ মহিদুল ইসলাম ও রসুল পুর পশ্চিম পাড়ার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ শাহিনুর রহমান ।
আটক কৃতদের সকলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
সাতক্ষীরা সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন ।