আশাশুনি বনায়ন কেন্দ্রের স্টিপ বাগানের উদ্ভধন
আশাশুনি বনায়ন কেন্দ্রের ২০১৭-২০১৮ সালের স্টিপ বাগানের শুভ-উদ্ভধন করা হয়েছে। বন বিভাগের আওতায় বসুখালী কৃষি ও বনায়ন সমবায় সমিতির উদ্যোগে মঙ্গলবার ১০টায় আশাশুনির লতাখালী থেকে বসুখালী পর্যন্ত বনায়ন কাজের উদ্ভধন করেন শোভনালী আ’লীগ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বন কর্মকর্তা আবুল হাশেম, জাকির হোসেন, শ্রী সুভাষ চন্দ্র। উপস্থিত ছিলেন শোভনালী প্রাক্তন ইউপি সদস্য শাহবাজ হেসেন, প্রাক্তন ইউপি সদস্য আলী-হায়দার, বসুখালী কৃষি ও বনায়ন সমবায় সমিতির সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদন আবুল-হাসান, কমিটির সদস্য হামিদুল্লাহ গাজী, জুলফিকার গাজী, নুরজামাল, উপস্থিত ছিলেন বসুখালী কৃষি ও বনায়ন সমবায় সমিতির যুব কমিটির সভাপতি সাংবাদিক গাজী ফারহাদ, সাধারণ সম্পাদক ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক হামিদুল গাজী, দপ্তর সম্পাদক সাগর হোসেন, অফিস সম্পাদক তাওহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।