আনোয়ারার সফল অস্ত্রপাচার
আনোয়ারা বেগমের অস্ত্রপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এ জটিল ও কঠিন অস্ত্রপাচার। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম ও খুলনা মেডিকেল ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন অপারেশন করেন আনোয়ারাকে।
অপারেশন শেষে ডা. শরিফুল ইসলাম বলেন, জটিল ও কঠিন এ অপারেশন এর আগে সাতক্ষীরা সদর হাসপাতালে কখনো হয়নি। এজন্য বাইরের সার্জনকেও সঙ্গে নেওয়া হয়েছিলো। সময় লেগেছে প্রায় ৫ ঘন্টা। আমরা সাধ্যমত চেষ্টা করেছি। অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও এখনই রোগীকে শঙ্কামুক্ত বলা যাবে না। তাছাড়া রোগীর অবস্থাও আগে থেকে খুববেশী ভালো ছিলো না।
উল্লেখ্য, টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিলো আনায়ারা বেগমের। তিনি সাতক্ষীরার তালা সদরের বাসিন্দা। স্বামী আক্কাজ আলী শেখ পেশায় একজন কাঠমিস্ত্রী। স্ত্রীর চিকিৎসার জন্য তিনি দুয়ারে দুয়ারে ঘুরছিলেন।
ঘটনাটি নিয়ে ১৪ জুলাই ‘স্ত্রীকে বাঁচাতে পথে পথে ঘুরছেন স্বামী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ঘটনাটি দৃষ্টিতে আসার পর আনোয়ারা বেগমের চিকিৎসার খরচের দায়িত্ব নেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।