চার জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জে, নড়াইল, নারায়ণগঞ্জ ও নাটোরে র্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
ডাকাতের পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় আহত হয়েছেন দুই র্যাব সদস্য।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৯ মামলা রয়েছে।
নাটোর জেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আহাদুল মোল্লা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার রাত আড়াইটায় লালপুরের বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।