শ্যামনগরের ভামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধ্বসে এক ছাত্রী আহত
শ্যামনগর উপজেলার ৩৫ নং ভামিয়া ও পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় স্কুল পরিচালনা হয়ে আসছে। গত ২২ জুলাই স্কুল চলাকালীন ছাদ ধ্বসে প্রথম শ্রেণির ছাত্রী হেনা রানী মারাত্মক আহত হয়। দ্রুত তাকে গ্রাম্য ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। দীর্ঘ বছর এই বেহাল দশায় থাকা স্কুলটির ছাদ ও প্লেয়ারের অংশ ধ্বসে ধ্বসে পড়ছে। এ অবস্থায় শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে ব্যাপক হুমকির মুখে। যে কোন মুহুর্থে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে নতুন বিল্ডিং পাওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষক ও সিএমসির সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদসদস্য বরাবর আবেদন করেছেন। বিষয়টি জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষ এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছে।
Please follow and like us: