কলারোয়ায় গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেড প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় ১২টি ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশের নিয়ে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড প্রশিক্ষণের আয়োজন করা হয়। সোমবার সকালের দিকে থানা চত্বরে এই প্যারেড প্রশিক্ষণ দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ। প্যারেডে ওসি মারুফ আহম্মেদ বলেন-থানা এলাকার কোথাও কোন প্রকার নাশকতা মূলক কর্মকাণ্ড বা দেশদ্রোহী কোন কর্মকাণ্ড না হয় সে ব্যাপারে খেয়াল রাখার জন্য সকল গ্রাম পুলিশদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি এসময় আরো বলেন-আপনারা সার্বক্ষণিক সময়ে প্রত্যন্ত অ লে থাকেন, আপনাদের দৃষ্টি সজাগ থাকলে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে না। গ্রাম পুলিশদের নিয়ে ও সাধারণ জনগণের সহায়তায় থানা পুলিশ কলারোয়া উপজেলায় শান্তি বজায় রাখতে বদ্ধ পরিকর। এসময় কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।