শাহজালালে ৮৭০ কার্টন সিগারেট উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লুকিয়ে রাখা ৮৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
সোমবার শুল্ক গোয়েন্দারা লস্ট অ্যান্ড ফাউন্ড শাখা থেকে ১ লাখ ৭৪ হজার শলাকা আমদানি নিষিদ্ধ এ সিগারেট উদ্ধার করেন।
শুল্ক গেয়ন্দার ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যে জানা যায় গত ২১ জুলাই শনিবার ভোর ৫টায় জেদ্দা হয়ে দুবাই থেকে আসা এসভি-৮০২ নম্বর ফ্লাইটে সিগারেট গুলো ঢাকায় আসে। কিন্তু সিগারেটগুলো সুবিধামত সময়ে পাচারের জন্য বিমানবন্দদরের কোন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্ততিতে সামবার সকালে বিমানবন্দরে অভিযান চালানো হয়। লস্ট অ্যান্ড ফাউন্ড শখা থেকে ৪টি মাস্টার কার্টনের ভেতর থেকে ৮৭০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। কার্টনগুলো থেকে ৩০৩ ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। উদ্ধার করা সিগারেটের মূল্য ৫২ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এ প্রধান গোয়েন্দা কর্মকর্তা।
Please follow and like us: