মহেশখালীতে একাধিক অবৈধ অস্ত্র কারখানার সন্ধান
একাধিক অবৈধ অস্ত্র কারখানার সন্ধান বের করেছে র্যাব। সেই চট্টগ্রামের মহেশখালীর দূর্গম পাহাড়েই আবারো এ ধরনের কারখানাগুলো খুঁজে বের করছে র্যাব-৭।
এ ঘটনায় আব্দুল হাকিম ও মো. শহীদুল্লাহ্ নামে দু’জনকে আটক করা হয়েছে। তারা দু’জনেই অস্ত্র তৈরীর কারিগর ও বিক্রেতা।
শনিবার গভীর রাতে এ কারখানা খুঁজে বের করা হয় বলে র্যাব-৭ এর সিনিয়র এএসপি মিনতানুর রহমান অভিযান স্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি (শনিবার) রাত ১টার দিকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারামেশতারা বাজার থেকে আব্দুল হাকিম ও মো. শহীদুল্লাহ্ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা দু’জনেই অস্ত্র তৈরীর কারিগর ও বিক্রেতা। পরে তারা দু’জন জিজ্ঞসাবাদে স্বীকার করে যে, দীর্ঘ দিন ধরে তারা দেশিয় প্রযুক্তি ব্যবহার করে রাইফেল, বন্দুকসহ বিভিন্ন প্রকারের অস্ত্র তৈরী করে আসছে। অস্ত্র তৈরীর পর সেগুলো কালো বাজারে অপরাধীদের কাছে বিক্রি করা হয়। মহেশখালীর পাহাড়ে তাদের একটি অবৈধ অস্ত্র তৈরীর কারাখানা আছে বলে স্বীকার করে।
তিনি আরো জানান, আমরা হাকিম ও শহীদুল্লাহকে নিয়ে সেই অস্ত্র তৈরীর কারখানায় আসি। কারখানাটিতে দেশি তৈরী রাইফেল, বন্দুক, ওয়ান স্যুটারসহ বিভিন্ন ধরনের ‘অনেক অনেক’ অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-৭ এর এই সিনিয়র এএসপি আরো বলেন, আমরা এখনো অভিযানে রয়েছি। প্রথম কারখানায় বিপুল পরিমানে অস্ত্র পেয়ে আটক হাকিম ও শহীদুল্লাহকে আবারো ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাদের আরো এমন গোপন কারখানা রয়েছে। অন্য কারখানোগুলো খুঁজে বের করতে অভিযান চলছে।
খুঁজে পাওয়া কারখানায় কি কি ধরণের ও কতগুলো অস্ত্র পাওয়া গেছে এমন প্রশ্নে তিনি বলেন, আমি এখন পাহাড়ের উপরে রয়েছি। তালিকা করা হচ্ছে, শেষ হলে জানাবো।
অন্য কোন কারখানা পেয়েছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পরেরটিতে এখনো পৌছাইনি। তবে খোঁজা হচ্ছে। কতটি এমন গোপন কারখানার কথা স্বীকার করেছে আটককৃতরা, জবাবে তিনি বলেন- দুঃখিত, অভিযানের স্বার্থে এ তথ্যটি এখনই জানানো সম্ভব হচ্ছে না। তবে অভিযান শেষে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত সবকিছুই জানানো হবে।