আজকের সংবর্ধনা অনুষ্ঠান জনস্রোতে পরিণত হবে: সেতুমন্ত্রী
‘আজকের এ সংবর্ধনা অনুষ্ঠানে জনস্রোতে পরিণত হবে। বিপুল মানুষের সমাগম হবে। নেতাকর্মীরা উচ্ছসিত। সবদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২১ জুলাই) সকালে সংবর্ধনাস্থল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে প্রস্তুতি দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। তিনি বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে গেছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তাই তাকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।’
বিকাল ৩টায় শুরু হওয়া আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রমুখ।