খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়ায় কাতারের ক্লাবকে ফিফার জরিমানা
২০২২ সালের বিশ্বকাপ আয়োজক তেল সমৃদ্ধ ধনী দেশ কাতারের দুটি ক্লাবকে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করায় জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করলে দলবদলে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে বলেও সতর্ক করে দিয়েছে ফিফা। আল আরাবি স্পোর্টস ক্লাবকে ফিফা ৩০,০০০ সুইস ফ্রাঁ (২৫,৮০০ ইউরো) জরিমানা করার পাশাপাশি খেলোয়াড়দের বেতন পরিশোধ করার জন্য ৯০ দিন সময় বেঁধে দিয়েছে। ওই তারিখের মধ্যে তারা পাওনা পরিশোধ না করলে সয়ংক্রিয়ভাবে ছয় পয়েন্ট হারাবে এবং দুই দফা দলবদলের উপর নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।এছাড়া আল খারাইতিয়াত অব কাতারকে জরিমানা করা হয়েছে ২৫,০০০ সুইস ফ্রাঁ এবং খেলোয়াড়দেও বেতন পরিশোধের জন্য বেঁধে দিয়েছে ৬০দিন। ব্যর্থ হলে এই ক্লাবটিও স্বয়ংক্রিযভাবে ছয় পয়েন্ট হারানোর পাশাপাশি পড়বে দলবদলের নিষেধাজ্ঞায়।