দেবহাটা সখিপুর ৪ নংওয়ার্ড যুবলীগের আলোচনা সভা ও কমিটি গঠন
দেবহাটা সখিপুর ৪ নং ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল করতে দেবহাটা উপজেলা যুবলীগের পরামর্শে সখিপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৫টায় সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ধোপাডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা লূৎফর সরদার যুব সংঘ হলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দীপক কুমার মন্ডল, সাংবাদিক এস এম নাসির উদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের সভাপতি শাহিন সেরাজ সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, সমগ্র অনুষ্ঠানাট পরিচালনা করেন সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী। অনুষ্ঠান শেষে ইমরান হোসেনকে সভাপতি, রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।