কলারোয়ায় ডোবা থেকে প্যাকেটে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়ায় ডোবা থেকে প্যাকেটে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। লাশটি একটি মেয়ে সন্তানের।শুক্রবার সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বারিকের মোড় রাস্তার ধারে একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে স্থানীয়রা।
জানা গেছে- শুক্রবার সকালে সোনাবাড়িয়ার বারিকের মোড় থেকে সিংগা রাস্তার পশ্চিম পাশের ডোবায় মুখে দড়ি দিয়ে বাধা একটি সাদা বাজার করা প্যাকেট ভাসতে দেখে স্থানীয়রা। সেসময় তারা লাঠি দিয়ে টেনে এনে উপরে তুলে প্যাকেটটি খুলে দেখে মৃত নবজাতকের লাশ। লাশটি কিছুটা বিকৃত ও ফুলে ছিলো। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়দের ধারণা- নবজাতকের লাশটি কোন অবৈধ সম্পর্কের ফসল।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান- ‘নবজাতকের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় চেয়ারম্যান-মেম্বরদের কাছে হস্তান্তর করা হয়েছে।’তিনি আরো জানান- ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করা হচ্ছে আশপাশের এলাকায় কোন সন্তান ডেলিভারির ঘটনা ঘটেছে কিনা।’