সাতক্ষীরায় ট্রীপ বাগানের চারা রোপন কর্মসূচী উদ্বোধন ও মাদকের বিরুদ্ধে জনসচেতনা বিষয়ক সভা
সাতক্ষীরায় ট্রীপ বাগানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন এবং ইভটিজিং, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে শুক্রবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটার ইকোপার্কে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা ম-ল, তালা উপজেলা নির্বাহী কর্মকতা সাজিয়া আফরিন, তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার অনিমেশ বিশ্বাস, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সনৎ কুমার ঘোষ প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশের ৫টি উপকূলীয় জেলা-গোপালগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, খুলনা ও সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের কারনে হুমকির মুখে পড়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জেলা গুলোতে ট্রীপ বাগান তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন। তারা আরও বলেন, এই অঞ্চলের মানুষ অজ্ঞতার কারণে বেশি বেশি বাল্য বিবাহের দিকে ঝুঁকে পড়ছে। তাই আমাদেরকে বাল্য বিবাহ, ইভটিজিং ও জঙ্গি সংশ্লিষ্টতা এড়াতে এবং মাদক প্রতিরোধে বেশি বেশি গণসচেতনা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইকোপার্কে ৬ হাজার পিচ আম, নারিকেল ও বনজবৃক্ষের চারা রোপন করা হয়। ##