সাতক্ষীরায় তিনদিন ব্যাপি মৎস্য মেলার উদ্বোধন
‘স্বয়ংসম্পর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে তিনদিন ব্যাপি মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এসময় তিনি বলেন, ‘ বাংলাদেশের সব জেলা থেকে সাতক্ষীরা জেলা অনেক ভিন্ন। এ জেলায় রয়েছে অপার সম্ভাবনা। দেশের মধ্যে মাছে ভাতে বাঙালী জেলা সাতক্ষীরা।’ উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলি পরিদর্শণ করেন। মেলায় ৭০ থেকে ৮০ ধরনের মাছ স্থান পেয়েছে- বোয়াল মাছ, দাঁতনে মাছ, কালা রুপচাদা, সাগরের চান্দা, কাউ মাছ, কৈভোল মাছ, ইলিশ মাছ, কেকসেল মাছ, আমাদী, তপশ্যে মাছ, রেখা মাছ, পায়রা মাছ, ফলুই মাছ, মায়া মাছ, চন্দনা ইলিশ, পাশ্যে মাছ, আড় মাছ, জাভাভেটকি, সুরমা মাছ, গোলপাতা মাছ, হরিনা চিংড়ি, চালি চিংড়ি, গুলে মাছ, শিং মাছ, শৈল মাছ, চ্যাং মাছ, বাতলা মাছ, ভোলা মাছ, পোয়া মাছ, গ্লাসকাপ মাছ, ভাঙান মাছ, দেশী পুটি, পাবদা মাছ, গলদা চিংড়ি, বাগদা, ক্যান মাছ, জাপানী পুটি, খরকুল্লা মাছ, টেংড়া মাছ, তেরি মাছ, বেলি মাছ, রুই, মৃগেল, কাঁকড়া ও কুঁচিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা মৎস্য অফিসার মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) মো.রাশেদুল হক, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, মাছের খাবার ব্যবসায়ী প্রকাশ নাথ, খুদ্র-নৃ-গোষ্ঠির সভাপতি মৎস্যজীবি মোখলেছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা।