শ্যামনগরে এক শিশু ধর্ষণের শিকার
শ্যামনগরে ৮ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার ফজর নামাজের পরে গাবুরা মোল্যাবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ সিরাজুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, কোরআন শিক্ষা শেষে ওই শিশুকে মসজিদ সংলগ্ন রুমের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করেন সিরাজুল ইসলাম। শিশুর বাড়ি গাবুরা ইউনিয়নে গাবুরা দক্ষিণপাড়া গ্রামে। সে ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী।
শিশুর চাচা হাসান জানান, আরবি শিক্ষার জন্য ফজর নামাজের পরে সে প্রতিদিনের ন্যায় মসজিদে যায়। ঘটনার সময় আরবি শিক্ষা শেষে অন্যান্য ছেলে মেয়েরা চলে গেলেও সিরাজুল তাকে মসজিদ ঝাড়– দেওয়ার জন্য বলে। একপর্যায়ে রুমের ভিতরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময়ে শিশুটির চিৎকার শুনে পার্শ্ববর্তীরা ছুটে এসে রক্তাক্ত ও গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর থানার ওসি ইলিয়াস আলী বলেন, তবে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হবে।