কলারোয়ায় এইচএসসিতে জিপিএ-৫ পেলো ২০ পরীক্ষার্থী
কলারোয়া উপজেলায় এবার এইচএসসির ফলাফলে ১১ কলেজ থেকে ২০জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলার শীর্ষে রয়েছে কলারোয়া সরকারি কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। ৪টি জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ। এছাড়া দুটি করে জিপিএ-৫ পেয়েছে হাজী নাছির উদ্দিন কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ ও সোনারবাংলা কলেজ। ১টি করে পেয়েছে কাজীরহাট ও চন্দনপুর কলেজ থেকে। সূত্রমতে, পাসের শতকরা হারে উপজেলার শীর্ষে রয়েছে সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজ (৬৫.৩৫)। পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে হাবিবুল ইসলাম কলেজ (৬২.৭১)। পাসের হারে সর্বনিন্ম অবস্থানে বঙ্গবন্ধু মহিলা কলেজ (২১.৯৫)। এ কলেজের ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ জন।
Please follow and like us: