কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন
কলারোয়ায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার র্যালি, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করা হয়। ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে জাতীয় এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সকালে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে এসে শেষ হয। এই পুকুরে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ সকল অতিথিবৃন্দ মৎস্য পোনা অবমুক্ত করেন। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, মাছ চাষ বিপুল জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলেছে। তিনি বলেন, কোনো জলাশয় ফেলে রাখবেন না। মাছের উর্বর ক্ষেত্র এই কলারোয়াকে মাছে ভরিয়ে তুলুন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বজলুর রহমান সরদার। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান শেখ আসলামুল আলম, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রবীণ সাংবাদিক হায়দার আলি শান্ত, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক জুলফিকার আলি, কামরুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পঙ্কজ বাহাদুর।