শ্যামনগরের জয়নগর মাদ্রাসার অভাবনীয় সাফল্য
প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা এবারও অভাবনীয় সাফল্য অর্জনের ফলে শ্যামনগর উপজেলার শীর্ষে (মাদ্রাসা পর্যায়ে) অবস্থান করছে।
শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান থেকে এবার ৪৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ২১ জন, এ- ১২ সহ শতভাগ উত্তীর্ণ হয়ে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে।
অধ্যক্ষ মাওলানা আবু উমায়ের মো. গোলাম বারী জানান, শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং মনোযোগী শিক্ষা অর্জন, এলাকাবাসী ও অভিভাবকদের সহোযোগীতা, শিক্ষানুরাগী মনোভাব ও সচেতনতার ফলে অন্যান্য বারের ন্যায় এবারও আমাদের মাদ্রাসা প্রথম স্থান অর্জনে সমর্থ হয়েছে। আমরা আশাকরছি সাফল্যের এই ধারা অব্যাহত থাকার পাশাপাশি আগামীতে শিক্ষার্থী আরও ভাল ফলাফল অর্জন করে জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের সাক্ষর রাখবে।
এছাড়াও কাশিমাড়ী আদর্শ মহিলা আলিম মাদ্রাসায় ১৪ শিক্ষার্থীর মধ্যে শতভাগই কৃতকার্য হয়েছে।